আ. লীগকে কাজিপুরে পুনরায় প্রতিষ্ঠিত করার চক্রান্ত করছে কনকচাঁপা সংবাদ সম্মেলনে : সেলিম রেজা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও রাজনৈতিক সুনাম নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কাজীপুর পৌর মার্কেটে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে উপজেলা বিএনপি।
এ সময় লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, ‘৫ আগস্টের পর কিছু স্বার্থান্বেষী মহল কণ্ঠশিল্পী কনক চাঁপাকে ব্যবহার করে আমার নেতাকর্মীদের মধ্যে বিভক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত আন্দোলন সংগ্রামে কনক চাঁপা একদিনের জন্যও কাজীপুরে আসেননি। বিএনপির কেন্দ্র ঘোষিত কোন সমাবেশেও তাকে দেখা যায়নি। কাজীপুরের নেতাকর্মীদের বিপদে আপদে কখনো তাকে কেউ পাশে পায়নি।’
সেলিম রেজা বলেন, ‘বিএনপি নামধারী কনক চাপা ২০১১ সালে সংরক্ষিত ৫ মহিলা আসনের একটি পাবার জন্য স্বৈরাচার হাসিনার সাথে সাক্ষাৎ করেন। আওয়ামী ঘরানার কনক চাঁপা ৫ আগস্টের পর থেকেই টাকার বিনিময়ে যুবলীগ, ছাত্রলীগকে সাথে নিয়ে আমার নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগকে কাজীপুরে পুনরায় প্রতিষ্ঠিত করার চক্রান্ত করছে।’
তিনি আরও বলেন, ‘কাজীপুর উপজেলা বিএনপি সুসংগঠিত, হঠাৎ করে বিএনপির নামধারী কিছু সংখ্যক লোক দলে অনুপ্রবেশকারী কণ্ঠশিল্পী কনক চাঁপার পক্ষ নিয়ে রাজনৈতিক মাঠে নানাবিধ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। যার কারণে গত বুধবার হরিনাথপুর বাজারে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে।
সাবেক এমপি তানভীর শাকিল জয়ের পিএস সাজেদুল করিম স্বপনের ছোট ভাই তারেকের নেতৃত্বে যুবলীগের সাযু, মহাব্বত, শামীম, বাবলু, সোহরাব বিএনপির মনোনয়ন প্রত্যাশী কনক চাঁপার পক্ষে স্লোগান দিয়ে প্রকৃত বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। এতে অনেকেই আহত হয়েছে। রাজনৈতিক সুনাম নষ্টের প্রতিবাদে সবাই সোচ্চার থাকবো। আগামীতে দলীয় ভাবে যে মনোনয়ন পাবে, তার পক্ষে কাজীপুর উপজেলা বিএনপি কাজ করবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন ও মিজানুর রহমান বাবলু প্রমুখ।
বাখ//এস