কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৯নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ৯নং ওয়ার্ডের হাজী রেজাউল মল্লিক রাইস মিল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পৌর বিএনপির (৯ নং ওয়ার্ড) সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাদল মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। সভার উদ্বোধন করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.হাসান সিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম, পৌর মহিলাদল নেত্রী ফারজানা সাম্মী ফ্লোরা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী রাশেল নাঈম প্রমুখ।
বাখ//এস