কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে ‘হিন্দু ছাত্রদের ওপর আক্রমণ’ বলে প্রচার
সম্প্রতি, বাংলাদেশের ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে টার্গেট করা হচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে, চরম নৈরাজ্য ও সংঘর্ষের এই ভিডিওটিতে শুরুতেই একজনকে বলতে দেখা যায় ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে বেদধড় পিটাচ্ছে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশের ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানোর ভিডিও নয় বরং, গত ২৫ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটি থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ এবং অন্যান্য শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও এটি।
সুতরাং, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাধিক কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানো হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
বাখ//আর