দিনাজপুরের খানসামা উপজেলায় উদ্বোধন হলো ‘খানসামা’ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
দিনাজপুরের খানসামা উপজেলায় খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় খানসামা উপজেলার প্রাণকেন্দ্রে এই স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুশিশের যুগ্ম পুলিশ কমিশনার মো.ফারুক হোসেন।
এ সময় তিনি বলেন, আমরা পরিবেশ বান্ধব শিক্ষা কাঠামো গড়ে তুলতে চাই। একটি নান্দনিক পরিবেশ ও পরিকাঠামো নৈসর্গিক শিক্ষার কেন্দ্রবিন্দু হতে পারে। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আজকের এই উদ্যোগ তারি অংশ। আমরা আশা রাখতেই পারি এ ধরনের প্রতিষ্ঠান থেকে আগামীর বাংলাদেশ তৈরির কারিগর তৈরি হবে। এজন্য শিক্ষকদের নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শিক্ষকরাই আগামী প্রজন্মের কারিগর।
খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.সাইফুল ইসলাম, বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল লতিফ, খানসামা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবায়ন গোস্বামী, খানসামা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জহুরুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকগণ, সুধীজন, সংবাদকর্মীসহ আরো অনেকে।
বাখ//এস