১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ার চরে আটকা পড়ল বিশাল আকৃতির জীবিত তিমি

কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরে আটকা পড়েছে বিশাল আকৃতির এক জীবিত তিমি। পরে তাকে উদ্ধার করে নদীতে ভাসিয়ে দিয়েছেন জেলেরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় তিমিটিকে দেখতে পায় জেলেরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে তিমিটি হাতিয়ার মূল ভূখন্ডে জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গেলে তিমিটিকে দেখতে পান। পরে জেলেরা তিমিটির মাথা ও লেজের দিকে বিশাল দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় মোঃ আবু তাহের (৬৫) বলেন, বেশ কয়েক বছর আগে নিঝুম দ্বীপে একটি তিমি ডাঙ্গায় চলে এসেছিল। আজও বিশাল আকৃতির একটি তিমি জোয়ারে ভেসে আসে। আজকের তিমিটি ছিল জীবিত। দুপুরের দিকে মাছ ধরতে যাওয়া জেলেদের নজরে পড়লে তারা অনেক কষ্টে সেটিকে নদীতে টেনে নামিয়ে ছেড়ে দেয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীর পলিতে চলে এসেছে। ভাটায় আটকে সেটি আর নদীতে নামতে পারেনি। পরে স্থানীয় জেলেরা তিমিটিকে নদীতে ছেড়ে দিয়েছে। তবে সেটি কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
৫৬ জন দেখেছেন

নোয়াখালীর হাতিয়ার চরে আটকা পড়ল বিশাল আকৃতির জীবিত তিমি

আপডেট : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরে আটকা পড়েছে বিশাল আকৃতির এক জীবিত তিমি। পরে তাকে উদ্ধার করে নদীতে ভাসিয়ে দিয়েছেন জেলেরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় তিমিটিকে দেখতে পায় জেলেরা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে তিমিটি হাতিয়ার মূল ভূখন্ডে জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গেলে তিমিটিকে দেখতে পান। পরে জেলেরা তিমিটির মাথা ও লেজের দিকে বিশাল দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় মোঃ আবু তাহের (৬৫) বলেন, বেশ কয়েক বছর আগে নিঝুম দ্বীপে একটি তিমি ডাঙ্গায় চলে এসেছিল। আজও বিশাল আকৃতির একটি তিমি জোয়ারে ভেসে আসে। আজকের তিমিটি ছিল জীবিত। দুপুরের দিকে মাছ ধরতে যাওয়া জেলেদের নজরে পড়লে তারা অনেক কষ্টে সেটিকে নদীতে টেনে নামিয়ে ছেড়ে দেয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীর পলিতে চলে এসেছে। ভাটায় আটকে সেটি আর নদীতে নামতে পারেনি। পরে স্থানীয় জেলেরা তিমিটিকে নদীতে ছেড়ে দিয়েছে। তবে সেটি কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।

বাখ//এস