১২:২৮ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান যুবাদের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২৭ ওভার ৫ বলে হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে, গ্রুপ পর্বে দাপট দেখানো টাইগার বোলাররা এই ম্যাচেও দাফট দেখায়। ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১১৬ রানেই গুটিয়ে যায়।

দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারেই থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে মোহাম্মদ রিজাউল্লাহর ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে সাত ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। মারুফ মৃথা শিকার করেন দুই উইকেট। এছাড়া, আল ফাহাদ ও দেবাশিষ দেবা নেন একটি করে উইকেট। পাকিস্তানের বাকি দুই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউটে কাটে পড়ে।

১১৭ রানের জবাবে নেমে ২৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ফেরেন কোনো রান না করেই। ইনফর্ম ব্যাটার জাওয়াদ আবরার ফেরেন মাত্র ১৭ রান করে। এরপর অধিনায়ক আজিজুল ও মোহাম্মদ শিহাব গড়েন ৫৭ রানের জুটি। ২৬ রান করে শিহাব ফিরলেও রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে অধিনায়ক আজিজুল। ৩৫ রানের এই জুটিতে রিজানের অবদান মাত্র ৫ রান। বাকিটা আসে অধিনায়কের ব্যাট থেকেই। আজিজুলের ৪২ বলে ৬১ রানের ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছক্কায়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
৫২ জন দেখেছেন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৬:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান যুবাদের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২৭ ওভার ৫ বলে হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে, গ্রুপ পর্বে দাপট দেখানো টাইগার বোলাররা এই ম্যাচেও দাফট দেখায়। ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১১৬ রানেই গুটিয়ে যায়।

দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারেই থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে মোহাম্মদ রিজাউল্লাহর ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে সাত ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। মারুফ মৃথা শিকার করেন দুই উইকেট। এছাড়া, আল ফাহাদ ও দেবাশিষ দেবা নেন একটি করে উইকেট। পাকিস্তানের বাকি দুই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউটে কাটে পড়ে।

১১৭ রানের জবাবে নেমে ২৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ফেরেন কোনো রান না করেই। ইনফর্ম ব্যাটার জাওয়াদ আবরার ফেরেন মাত্র ১৭ রান করে। এরপর অধিনায়ক আজিজুল ও মোহাম্মদ শিহাব গড়েন ৫৭ রানের জুটি। ২৬ রান করে শিহাব ফিরলেও রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে অধিনায়ক আজিজুল। ৩৫ রানের এই জুটিতে রিজানের অবদান মাত্র ৫ রান। বাকিটা আসে অধিনায়কের ব্যাট থেকেই। আজিজুলের ৪২ বলে ৬১ রানের ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছক্কায়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বাখ//আর