মাগুরাতে তারেক রহমানের মিথ্যা মামলা থেকে মুক্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা সদর উপজেলার ডহর সিংড়ার গোলাম মাওলার বাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা থেকে মুক্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল মালেক মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসাসের আহবায়ক এ্যাড. আ.ন.ম কাজী সিরাজ উদ্দিন মিহির।
তিনি সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। আগামীতে যাকে মনোনয়ন দেয়া হয় তাকেয় ধানের শীষে ভোট দিতে বলেন। একই সাথে তিনি আওয়ামিলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক বিছিন্ন করতে বলেন। এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন। সঞ্চালক ছিলেন দক্ষিণ মাগুরা ছাত্রদের যুগ্ম আহবায়ক আরমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মাসুদ সিদ্দিকী দক্ষিণ মাগুরার ছাত্রদের আহবায়ক মামুন হোসেন, বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও মাগুরা জেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলা, মেম্বার গোলাম আকবর, জেলা প্রযুক্তি দলের সিনিয়র সহ সভাপতি সজিব আহম্মদ, দক্ষিণ মাগুরার সেচ্ছাবক দলের সদস্য সচিব জাকির মৃধা, দক্ষিণ মাগুরার যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, গোপাল গ্রাম ইউনিয়নের ছাত্রদের আহবায়ক শাহাবুদ্দীন, দক্ষিণ মাগুরার ছাত্রদের যুগ্ম আহবায়ক আরমান মিয়া প্রমুখ।
সাংস্কৃতিক আনুষ্ঠানে গান পরিবেশন করেন শিউলি পারভিন,গোলাম মওলা,খেপা সালমা ও অর্পিতা রানী কুন্ডু। রাতভর হাজারও দর্শক উক্ত অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও মাগুরা জেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলা।
বাখ//ইস