হাতিয়ার মেঘনায় ট্রলার ডুবে নিহত দুই জেলে : নিখোঁজ দুই
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুই জন। এ ঘটনায় ২০ জন জেলে সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়ে প্রাণে বেঁচে গেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বুড়িরচর ইউনিয়নের দোনাঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭), নিহতরা সম্পর্কে মামা-ভাগনে। হতাহতদের পরিবারের চলছে শোকের মাতম।
ওই এলাকার বাসিন্দা মোঃ নুরনবী বলেন, বৃহস্পতিবার রাতে ২৪ জন মাঝি-মাল্লা একটি ট্রলার নিয়ে মাছ ধরতে নদীতে যান। ভোরে ফেরার সময় ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে ২০ জন সাঁতরে ক‚লে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ থাকেন। তিনি আরও বলেন, খবর পেয়ে সকালে স্থানীয়রা ট্রলারটি টেনে তল্লাশী করে দু’জনের মৃতদেহ উদ্ধার করে। এখনো দেলোয়ার ও ইরান নামে দু’জনের খোঁজ মিলছেনা। তারাও বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে ট্রলারটি ডুবোচরে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, এ ঘটনায় হতাহতদের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
বাখ//আর