চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তারেক রহমান
তারেক রহমান বলেছেন, ৩১ দফা দু’বছর আগে উপস্থাপন করা হয়েছিল তখন এটি ২৭ দফা ছিল। তখন ফ্যাসিস সরকার চেয়েছিল আমাদের এই ৩১ দফা যাতে মানুষের কাছে না পৌঁছায়। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য। আজকে দেশ স্বৈরাচারমুক্ত আমরা আমাদের আলোচনা গুলো মানুষের কাছে পৌঁছাতে পারছি, আপনাদের কাছে বলতে পারছি। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্স হলে দলের এক কর্মশালায় তারেক রহমান এসব কথা বলেন।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ফরিদপুর বিভাগীয় কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও জনবান্ধব। আমরা শিগগিরই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাইছি। স্বৈরাচারকে বিদায় করার পেছনে দেশের সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা রয়েছে। এটি ভোলা যাবে না। এখন জনগনের আস্থা ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।
বাখ//আর