শাহরাস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
শাহরাস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাদিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত (৬ ডিসেম্বর) শুক্রবার রাতে বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ আলম সিকদার, সিনিয়র শিক্ষক মোঃ জলিল হক, বিএসসি, মোঃ ফারুক হোসেন, বিএসসি, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ গাজী মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান রায়হান, মোঃ আবু তৈয়ব সেলিম, দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাজী মোঃ শাহবুদ্দিন প্রমুখ।
আয়োজক সূত্রে জানায় বাদিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতির স্মরণে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ খ্রিষ্টাব্দ অনুষ্ঠিত উপলক্ষে উপজেলাসহ বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশগ্রহণ করেন। এতে দুটি শক্তিশালী দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। একদিকে গাজী কবির একাদশ, অপরদিকে চেরিয়ার পরিবার একাদশ।
উক্ত ফাইনাল খেলায় চেরিয়ারা একাদশকে হারিয়ে গাজী কবির একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন মোঃ আবু ইউসুফ বাবলু, রানার্স আপ দলের ক্যাপ্টেন মোঃ সুজন। খেলা খেলা উপস্থাপনা করেন রাব্বি রাজ, সার্বিক সহযোগিতায় ছিলেন খেলা পরিচালনা কমিটির মঞ্জুরুল হক, সুমন, সালাউদ্দিন, রতন, খোকন, শিহাব, ইমরান, সবুজ, সজল, রুমি।
ফাইনাল খেলা ও সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
বাখ//এস