১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সৌদি বিশ্বের প্রথম খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনলো
কোমল পানীয় প্রেমী ও স্বাস্থ্য সচেতন ভোক্তাদের জন্য খেজুর থেকে তৈরি বিশ্বের প্রথম কোমল পানীয় মিলাফ কোলা বাজারে এনেছে সৌদি আরব।সম্প্রতি সৌদি আরবের কোম্পানি তুরাথ আল-মদিনা খেজুর দিয়ে তৈরি নতুন কোমল পানীয় মিলাফ কোলা উন্মোচন করেছে।
ওই সময় দেশটির কৃষিমন্ত্রী আবদুল রহমান আল-ফাদলি এবং প্রতিষ্ঠানটির সিইও বন্দর আল-কাহতানি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য উপকারিতা ও স্বাদকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক খাদ্য মান পূরণ করবে ‘মিলাফ কোলা’।
কোম্পানির প্রতিনিধিদের মতে, পানীয়টি স্বাদ এবং পুষ্টির মানের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে, যা স্থানীয় এবং বিশ্ব বাজারের জন্য ডিজাইন করা হয়েছে।
বাখ//আর