কাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। রোববার (৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি।
উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে ও নাগরিক সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন কমিশনার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বিভাগীয় কমিশনারকে সব বিষয়ে অবহিত করেন। পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। পরে উপজেলার ঝুটপল্লী খ্যাত শিমুলদাইড় বাজারে কম্বল শিল্প ও বেগম আমিনা মনসুর টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, কাজীপুরের সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার ও কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাখ//এস