১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরের খামারপাড়া বাজার থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক

আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর গ্রাম থেকে গতকাল রবিবার দুপরে পাচারকৃত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচারকরার দায়ে ভ্রাম্যমান আদালতে বাবু মিয়া (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের প্রসিদ্ধ খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবু মিয়াসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের কব্জায় নিয়ে তাদের নিকট থেকে ন্যায্যমূল্যে সার কিনে অধীক লাভের আশায় এই এলাকার সার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।

 

একইভাবে রবিবার দুপরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের সার ব্যবসায়ী বাবু মিয়ার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

 

পথিমধ্যে শ্রীকোল বাজারে পার্শ্ববর্তী সরইনগর গ্রামের মাঝামাঝি পৌছালে সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় লোকজন সার বোঝায় নসিমন গাড়ীটি আটকে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা সঙ্গীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বুরহান উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছে সারসহ গাড়ীটি জব্দ করেন।

 

পরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নির্দেশে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার বিক্রেতা বাবুকে ৫’হাজার টাকা ও সার বিক্রেতা বাচ্ছুকে ১০’হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দেন।

 

এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সাথে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে কোন প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে কোন পরিবেশককেই ছাড় দেওয়া হবে না।

 

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৪১:৩৭ অপরাহ্ন, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪
৪২৫ জন দেখেছেন

মাগুরার শ্রীপুরের খামারপাড়া বাজার থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক

আপডেট : ০৬:৪১:৩৭ অপরাহ্ন, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর গ্রাম থেকে গতকাল রবিবার দুপরে পাচারকৃত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচারকরার দায়ে ভ্রাম্যমান আদালতে বাবু মিয়া (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের প্রসিদ্ধ খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবু মিয়াসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের কব্জায় নিয়ে তাদের নিকট থেকে ন্যায্যমূল্যে সার কিনে অধীক লাভের আশায় এই এলাকার সার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।

 

একইভাবে রবিবার দুপরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের সার ব্যবসায়ী বাবু মিয়ার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

 

পথিমধ্যে শ্রীকোল বাজারে পার্শ্ববর্তী সরইনগর গ্রামের মাঝামাঝি পৌছালে সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় লোকজন সার বোঝায় নসিমন গাড়ীটি আটকে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা সঙ্গীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বুরহান উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছে সারসহ গাড়ীটি জব্দ করেন।

 

পরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নির্দেশে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার বিক্রেতা বাবুকে ৫’হাজার টাকা ও সার বিক্রেতা বাচ্ছুকে ১০’হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দেন।

 

এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সাথে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে কোন প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে কোন পরিবেশককেই ছাড় দেওয়া হবে না।

 

বাখ//আর