মাদারগঞ্জে শীতবস্ত্র বিতরণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মাদারগঞ্জ মডেল থানা চত্বরে উপজেলার ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে বক্তব্য করেন,মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস) মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ হাসান আল মামুন, ওসি তদন্ত ফিরোজ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এসআই ছাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও গ্রাম পুলিশ সহযোগিতা করলে এই উপজেলায় আইনশৃঙ্খলা ভালো থাকবে। তিনি গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন, এলাকার যে কোন সমস্যা যেমন, জমিনিয়ে বিরোধ, পারিবারিক, সমাজের যে কোন অপরাধ যা সংঘর্ষের ঘটনা ঘটাতে পারে এমন তথ্য সাথে-সাথে পুলিশকে জানাতে বলেন। তিনি আরো বলেন, এলাকার মানুষযেন, পুলিশের ব্যবহারে সন্তুষ্ট হয় এবং সেবা পায় সে ব্যাপারে পুলিশকে সচেতেন থাকতে বলেন।
বাখ//এস