০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অন্যায় অনিয়ম দেখে প্রতিবাদ না করাটাও দুর্নীতি : দিনাজপুর জেলা প্রশাসক

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রথমে নিজের হাতকে, তারপরে নিজেকে, তারপরে নিজের পরিবারকে এবং নিজের প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে হবে। তারপরে অন্যকে বলতে হবে। নিজের বেতনের কথা স্ত্রী, সন্তানকে জানাতে হবে, যদি না জানান সেটাও দুনীতি, নিজের অফিসে সময় মত না যাওয়াটাও দুর্নীতি।

স্বজনপ্রীতি করাও দুর্নীতি। শিক্ষকরা প্রাইভেট পড়াচ্ছেন, আমার সন্তানদের পড়াচ্ছি, গাইড বই ছাপিয়ে বিক্রি করছি সবই দুর্নীতি। অন্যায় অনিয়ম দেখে প্রতিবাদ করছিনা, এটাও দুনীতি। ব্যবসায় অতিরিক্ত লাভ করাও দুর্নীতি। শুধু সরকারি চাকুরি জীবীরাই দুর্ণীতি করেনা। সবাই কোন না কোন ভাবে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছি। যারা ঘুষ নেন, তাদের থেকে বেশী অপরাধি যারা ঘুষ দেন। আগেও দুর্নীতি হয়েছে, এখনও দুর্নীতি হচ্ছে। তাই আসুন সবাই মিলে দুর্নীতি মুক্ত হই। তবেই এই দেশটি এগিয়ে যাবে।

দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মানববন্ধন, জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন, বর্ণাঢ র‌্যালি, ও দিনাজপুর বড়মাঠ ময়লা আবর্জনা পরিষ্কার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষকরা আপনারা আপনাদের শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে দূর্নীতি মুক্ত মানুষিকতার তৈরি করতে পারলে আজকে না হলেও আগামী পাঁচ বা দশ বছর পর দেশ দুনীতি মুক্ত হবে বলে আশা করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোশফেকুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লায়লা চৌধুরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ডিসি রায় ও জেলা সনাকের সাবেক সভাপতি মোঃ জলিল আহম্মেদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সেন ও শাহরিয়ার নাঈম। উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ। সহযোগীতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি। জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার এতে সভাপতিত্ব করেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
৯১ জন দেখেছেন

অন্যায় অনিয়ম দেখে প্রতিবাদ না করাটাও দুর্নীতি : দিনাজপুর জেলা প্রশাসক

আপডেট : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রথমে নিজের হাতকে, তারপরে নিজেকে, তারপরে নিজের পরিবারকে এবং নিজের প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে হবে। তারপরে অন্যকে বলতে হবে। নিজের বেতনের কথা স্ত্রী, সন্তানকে জানাতে হবে, যদি না জানান সেটাও দুনীতি, নিজের অফিসে সময় মত না যাওয়াটাও দুর্নীতি।

স্বজনপ্রীতি করাও দুর্নীতি। শিক্ষকরা প্রাইভেট পড়াচ্ছেন, আমার সন্তানদের পড়াচ্ছি, গাইড বই ছাপিয়ে বিক্রি করছি সবই দুর্নীতি। অন্যায় অনিয়ম দেখে প্রতিবাদ করছিনা, এটাও দুনীতি। ব্যবসায় অতিরিক্ত লাভ করাও দুর্নীতি। শুধু সরকারি চাকুরি জীবীরাই দুর্ণীতি করেনা। সবাই কোন না কোন ভাবে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছি। যারা ঘুষ নেন, তাদের থেকে বেশী অপরাধি যারা ঘুষ দেন। আগেও দুর্নীতি হয়েছে, এখনও দুর্নীতি হচ্ছে। তাই আসুন সবাই মিলে দুর্নীতি মুক্ত হই। তবেই এই দেশটি এগিয়ে যাবে।

দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মানববন্ধন, জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন, বর্ণাঢ র‌্যালি, ও দিনাজপুর বড়মাঠ ময়লা আবর্জনা পরিষ্কার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষকরা আপনারা আপনাদের শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে দূর্নীতি মুক্ত মানুষিকতার তৈরি করতে পারলে আজকে না হলেও আগামী পাঁচ বা দশ বছর পর দেশ দুনীতি মুক্ত হবে বলে আশা করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোশফেকুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লায়লা চৌধুরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ডিসি রায় ও জেলা সনাকের সাবেক সভাপতি মোঃ জলিল আহম্মেদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সেন ও শাহরিয়ার নাঈম। উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ। সহযোগীতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি। জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার এতে সভাপতিত্ব করেন।

বাখ//আর