আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।যশোর-বেনাপোল মহাসড়কে দুর্নীতি প্রতিরোধ বিরোধী র্যালী শেষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভায়অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, ডিজিএম টি এম মেজবাহ উদ্দিন, নির্বাচন অফিসার সৌমেন চন্দ্র ছন্দ, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, শিক্ষা অফিসার সেহেলি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার আব্দুর রহমান শেখসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
বাখ//এস