কাজীপুরে নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
সিরাজগঞ্জের কাজীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহযোগিতায় এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের একাংশ, বিএনসিসি, স্কাউট ও গার্লসগাইডসহ নানা পেশাজীবি মানুষ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকথা শরিফুল ইসলাম, মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আতিকুর রহমান নান্নু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, এসএম নুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হোসনে আরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী প্রমুখ।
বাখ//এস