০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে আহত 

মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৬ শতক জমির আলুর ক্ষেত মাড়িয়ে দেওয়া ও বাধা দিলে প্রতিপক্ষ কর্তৃক মারপিট করায় মোজাম্মেল হক নামের এক কৃষক আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষক জানান  ঘটনা স্হলে তাদেরকে বাধা দিতে গেলে তাকে মারপিট জমিতে ফেলে রাখে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাজেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে। আহত মোজাম্মেল হক (৭০) মৃত ফুলমিয়া সরকারের ছেলে।
এ ঘটনায় জয়পুরহাট  জেলা বিজ্ঞ আমলী আদালত-২ এ মামলা দায়ের হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার মামলা সুত্র ও সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে মোজাম্মেল হক শেকটা মৌজায় নিজ দখলীয় ১৬ শতক জমি দীর্ঘ ৪০/৪৫ বছর যাবৎ চাষাবাদ করে আসছে। গত ২৫ নভেম্বর সোমবার সকালে উক্ত জমিতে আলু রোপন করার সময় একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছায়েদ আলী, আমেদ আলী, জামাত আলীর পুত্র বিপ্লব, মফিজ উদ্দিনের পুত্র সুরত আলী ও মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবু নাছের সংবদ্ধ হয়ে মোজাম্মেল হকের আলুর ক্ষেত নষ্ট করতে থাকে। বাধা দিলে তারা দলবদ্ধ হয়ে মোজাম্মেল কে এ্যালোপাথারী মারপিট করতে থাকে। এতে সে জ্ঞান হারিয়ে জমিতে পড়ে গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে আবু নাছেরের নিকট জানতে চাইলে তিনি বলেন, মোজাম্মেল হক আমার আপন মামা। সে আমার মায়ের অংশ না দিয়ে  নিজেই জোরপূর্বক দখলে রেখেছেন। বার বার বলার পরও সে আমার মায়ের অংশ দেয়না । উক্ত জমিতে  আলু রোপন করতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। তাকে মারার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
স্থানীয় ইউপি সদস্য কাউছার আলী বলেন, মোজাম্মেল হক ও আবু নাছের আপন মামা ভাগনা। যে জমি নিয়ে গন্ডগোল সেটি মোজাম্মেলের মায়ের নামে রের্কডীয় সম্পত্তি। সেখানে আবু নাছেরের মায়ের অংশ আছে। তবে মামাকে মারপিট করলে সেটি  অন্যায় করেছে।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
৫১ জন দেখেছেন

পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে আহত 

আপডেট : ০৬:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৬ শতক জমির আলুর ক্ষেত মাড়িয়ে দেওয়া ও বাধা দিলে প্রতিপক্ষ কর্তৃক মারপিট করায় মোজাম্মেল হক নামের এক কৃষক আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষক জানান  ঘটনা স্হলে তাদেরকে বাধা দিতে গেলে তাকে মারপিট জমিতে ফেলে রাখে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাজেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে। আহত মোজাম্মেল হক (৭০) মৃত ফুলমিয়া সরকারের ছেলে।
এ ঘটনায় জয়পুরহাট  জেলা বিজ্ঞ আমলী আদালত-২ এ মামলা দায়ের হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার মামলা সুত্র ও সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে মোজাম্মেল হক শেকটা মৌজায় নিজ দখলীয় ১৬ শতক জমি দীর্ঘ ৪০/৪৫ বছর যাবৎ চাষাবাদ করে আসছে। গত ২৫ নভেম্বর সোমবার সকালে উক্ত জমিতে আলু রোপন করার সময় একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ছায়েদ আলী, আমেদ আলী, জামাত আলীর পুত্র বিপ্লব, মফিজ উদ্দিনের পুত্র সুরত আলী ও মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবু নাছের সংবদ্ধ হয়ে মোজাম্মেল হকের আলুর ক্ষেত নষ্ট করতে থাকে। বাধা দিলে তারা দলবদ্ধ হয়ে মোজাম্মেল কে এ্যালোপাথারী মারপিট করতে থাকে। এতে সে জ্ঞান হারিয়ে জমিতে পড়ে গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে আবু নাছেরের নিকট জানতে চাইলে তিনি বলেন, মোজাম্মেল হক আমার আপন মামা। সে আমার মায়ের অংশ না দিয়ে  নিজেই জোরপূর্বক দখলে রেখেছেন। বার বার বলার পরও সে আমার মায়ের অংশ দেয়না । উক্ত জমিতে  আলু রোপন করতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। তাকে মারার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
স্থানীয় ইউপি সদস্য কাউছার আলী বলেন, মোজাম্মেল হক ও আবু নাছের আপন মামা ভাগনা। যে জমি নিয়ে গন্ডগোল সেটি মোজাম্মেলের মায়ের নামে রের্কডীয় সম্পত্তি। সেখানে আবু নাছেরের মায়ের অংশ আছে। তবে মামাকে মারপিট করলে সেটি  অন্যায় করেছে।
বাখ//আর