০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মণ্ডল সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সততা সংঘের সদস্য তুরানি আক্তার রাসা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রার্থনা মণ্ডল। দিনব্যাপী এই আয়োজন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
১২২ জন দেখেছেন

পাইকগাছায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট : ০৪:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
খুলনার পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস এবং পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মণ্ডল সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ এবং সততা সংঘের সদস্য তুরানি আক্তার রাসা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রার্থনা মণ্ডল। দিনব্যাপী এই আয়োজন দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাখ//আর