পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এডিসি রেখাসহ তিনজন পেলেন জয়িতা সন্মাননা
নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপনে জয়িতাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ৩ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) আটঘরিয়া উপজেলার কৃতি সন্তান খালেদা খাতুন রেখা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, কৃষি অফিসার সজীব আল মারুফ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।
উক্ত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলায় তিনজনকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা। তারা হলেন-শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) ও আটঘরিয়া উপজেলার কৃতি সন্তান মাজপাড়া ইউনিয়নের কালাম নগর গ্রামের আব্দুস সামাদ মুকুল মোল্লার মেয়ে এবং এসএম মোজাহারুল ইসলামের স্ত্রী মোছা: খালেদা খাতুন রেখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী দরবেশপুর গ্রামর মৃত আ: ছামাদ হোসেনের স্ত্রী মোমেনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন কুষ্টিয়া পাড়া গ্রামের রিকাউল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন।
বাখ//আর