মাগুরার শালিখাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত
মাগুরার শালিখাতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকাল ৪ঠায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
প্রধান অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল। তিনি এ সময় তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদের শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জয়ীতা পপি বিশ্বাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক, জামাওয়াতি ইসলামের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান,সহকারী সেক্রেটারী নায়েব আলী, প্রেস ক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় ৫ জন জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়। সঞ্চালক ছিলেন উদ্যোক্তা হুসাইন।
বাখ//আর