লালমোহনে আইন শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নকল্পে গণশুনানির আয়োজন করেছে উপজেলা ও থানা প্রশাসন। সোমবার বিকালে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বদরপুর ইউপি প্রশাসক এহসানুল হক সিপনের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গণশুনানিতে ইউনিয়নের সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকায় যুবকদের অপরাধে জরিয়ে পড়ার কারন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এর প্রতিকারের জন্য কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের বেকারত্ব দুর করার মাধ্যমে অপরাধ কমিয়ে আনার প্রস্তাব করা হলে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
মাদক নির্মূলের লক্ষ্যে পদক্ষেপ নিতে প্রস্তাব করা হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, যথাযথ তথ্য প্রদান করে আমাদেরকে সহযোগিতা করা হলে আমরা আপনাদের পরিচয় গোপন রেখে মাদক বিক্রেতা ও গ্রহীতাদেরকে অবশ্যই আপনাদের প্রত্যাশার চাইতেও বেশি আইনের আওতায় আনব। শুনানিতে ইউনিয়নের সব শ্রেণির অংশীজন তাদের সমস্যার কথা তুলে ধরেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন। গণশুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ বলেন, এলাকার সার্বিক সমস্যা সমাধানে আমরা বদরপুর ইউনিয়নে প্রথম এ গণশুনানি শুরু করেছি, পর্যায়ক্রমে সব ইউনিয়নে আয়োজন করা হবে।
বাখ//এস