শাহজাদপুরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন উপজেলা পপরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলঅ দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বকতব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান।
এতে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন, সমাজ সেবা অফিসার মকবুল হোসেন, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস প্রমুখ। শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরন করা হয়।
বাখ//এস