পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে দণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন হরিঢালী ইউনিয়নের সলুয়া গ্রামের হোসেন মল্লিকের ছেলে সাকিক আহম্মেদ, একই ইউনিয়নের হরিঢালী গ্রামের মিল্লাত গাজীর ছেলে রাজ্জাক গাজী, লতা ইউনিয়নের হানি গ্রামের আহম্মেদ আলী সরদারের ছেলে কুদ্দুস সরদার, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের শাহাজান গাজীর ছেলে আমিরুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে জয়নাল সরদার।
উল্লেখ্য, জয়নাল সরদার খুলনা জজ আদালত থেকে ২০১৯ সালে এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, বিশেষ অভিযানে দণ্ডপ্রাপ্ত সহ পরোয়ানার ৫ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাখ//এস