কালকিনিতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মাদারীপুরের কালকিনিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনষ্টিটিউট এর উদ্যোগে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে রোগীদের মাঝে ঔষধ বিতরন করা হয়েছে।
এ সময় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে সরকারের কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতা সহ গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালাও করা হয়। আজ (বুধবার) সকাল থেকে দিনব্যাপী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.কে.এম শিবলী রহমান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডাঃ হোসাইন মোঃ আল-আমিন, প্রোগ্রাম এন্ড লজিষ্টিক অ্যাসিষ্টেন্ট ফিরোজা পারভীন এবং ফিল্ড মনিটরিং অ্যাসিষ্টেন্ট মোঃ সোহাগ হোসেন প্রমূখ।
বাখ//ইস