মাগুরা জগদল ইউনিয়নের শেহলা ডাঙ্গায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেহলা ডাঙ্গা দক্ষিণ পাড়া বিলের মাঠে ঘোড়দৌড় ও যাত্রা সংগীত অনুষ্ঠানে হাজারো জনতার উল্লাস। বুধবার বিকাল ৩ টায় হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার।
রাত ৯ টার সময় যাত্রা সংগীত বিজয় মালা ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু হিরেন্দ্রনাথ, ঢাকা থেকে আগত রিনা খাতুন, ফরিদপুর থেকে আগত রেশমা খাতুন আসবেন যাত্রা সংগীত অনুষ্ঠানে মঞ্চ কাপাতে এবং জনতাকে আনন্দ দিতে।
ঘোড়দৌড় মেলা কমিটির ম্যানেজিং সদস্যদের সঙ্গে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, শেহলাডাঙ্গা গ্রামের মাহফুজার, সাহেব আলী, রিপন, বিকু, নাজমুল, সোহেল, বাবলু, রিপাউল, জাহাঙ্গীর সহ প্রমুখ।
টেটোর বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নড়াইল জেলার সদর উপজেলার বিখালি ইউনিয়নের রাখালী গ্রামের মিজান তাকে প্রথম পুরস্কার মোবাইল ফোন দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার মাগুরা লক্ষ্মীপুর জগদল ইউনিয়নের রাজিবকে গিফট হেম্বার, তৃতীয় পুরস্কার লক্ষ্মীপুর গ্রামের পাকরুল বিশ্বাস কেও গিফট হেম্পার এবং বাকি তিনজনকে সান্তনা পুরস্কার হিসেবে গেঞ্জি উপহার পুরস্কার দেওয়া হয়।
বাখ//এস