০১:৪৪ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলো গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলোকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে থানা এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত শাহরিয়ার আলমগীর আলোর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া ও তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগও রয়েছে। মামলা এবং এ সব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।
বাখ//আর