উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস।
সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধ উপস্থিত ছিলেন।
বাখ//এস