০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা

ক্রীড়া ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সৈকতের লাবণী বিচে জনসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক সফরের বাংলাদেশ পর্বের অংশ হিসাবে প্রথম দিন সমুদ্র নগরী কক্সবাজারে প্রদর্শিত হলো।

বুধবার সকাল ১০টার আগেই পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিটি প্রদর্শনের জন্য আনা হয় সৈকতে। সাড়ে ১০টার পরপরই ফটোসেশনের জন্য সৈকতের লাবণী পয়েন্টে জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়।

সেখানে উপস্থিত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা ছবি-সেলফি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখলেন।তিন কেজি এক’শ গ্রামের এ নান্দনিক ট্রফিটি লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছিল।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকবে ট্রফিটি। এই সময় সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। ১৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে জাতীয় পুরুষ ও নারী দল, সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক, স্পন্সর ও গণমাধ্যমকর্মীরা ট্রফির সান্নিধ্য পাবেন।

বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ফিরবে আয়োজক দেশ পাকিস্তানে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
১০৪ জন দেখেছেন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা

আপডেট : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সৈকতের লাবণী বিচে জনসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক সফরের বাংলাদেশ পর্বের অংশ হিসাবে প্রথম দিন সমুদ্র নগরী কক্সবাজারে প্রদর্শিত হলো।

বুধবার সকাল ১০টার আগেই পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিটি প্রদর্শনের জন্য আনা হয় সৈকতে। সাড়ে ১০টার পরপরই ফটোসেশনের জন্য সৈকতের লাবণী পয়েন্টে জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়।

সেখানে উপস্থিত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা ছবি-সেলফি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখলেন।তিন কেজি এক’শ গ্রামের এ নান্দনিক ট্রফিটি লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছিল।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে থাকবে ট্রফিটি। এই সময় সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। ১৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে জাতীয় পুরুষ ও নারী দল, সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক, স্পন্সর ও গণমাধ্যমকর্মীরা ট্রফির সান্নিধ্য পাবেন।

বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ফিরবে আয়োজক দেশ পাকিস্তানে।

বাখ//আর