০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটের ১১ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার!

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ১১জন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত বুধবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ডিসিপ্লিন (শৃংখলা) কমিটিরি ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারাদেশে বলা হয়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের পাশেই রাউজান  ইমাম গাজ্জালী কলেজ গেটের সামনে নিয়ে হেনস্তার অভিযোগ মিলে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলে। পরে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিস্কৃত ওই ১১ শিক্ষার্থী আগামী ছয় মাস ক্যাম্পাসের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।তবে তারা চাইলে আগামী ১৫দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করার সুযোগ পাবেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান,‘‘র‌্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত ১১জন শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি যাচাই বাছাই শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
৭৯ জন দেখেছেন

চুয়েটের ১১ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার!

আপডেট : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ১১জন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত বুধবার বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ডিসিপ্লিন (শৃংখলা) কমিটিরি ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারাদেশে বলা হয়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের পাশেই রাউজান  ইমাম গাজ্জালী কলেজ গেটের সামনে নিয়ে হেনস্তার অভিযোগ মিলে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলে। পরে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিস্কৃত ওই ১১ শিক্ষার্থী আগামী ছয় মাস ক্যাম্পাসের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।তবে তারা চাইলে আগামী ১৫দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করার সুযোগ পাবেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান,‘‘র‌্যাগিংয়ের দায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত ১১জন শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি যাচাই বাছাই শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বাখ//আর