ফরিদা বেগমের জানাজা শুক্রবার : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ
রাউজান হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম চৌধুরীর মাতা ও সর্তারকুলের ঐতিহ্যবাহি ফোরখ হাজীর মেঝ সন্তান মরহুম ইউনুচ চৌধুরীর সহধর্মিনী ফরিদা বেগম (৭০) নামাজে জানাযা আগামিকাল ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় উত্তরসর্তা চৌঃ ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে।
মরহুমা ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহেওয়া ইন্না ইলাহি রাজেউন। তিনি ৩ ছেলে, ১ মেয়ে সহ, নাতি নাতনী অনেক গুনগ্রাহি রেখে যান।
শোক প্রকাশঃ তার মৃত্যুতে রাউজানের সাবেকএমপি, বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, মহিউদ্দিন জীবন, এস এম কামাল, আবুল কাসেম, হারুনুর রশিদ, রাউজান প্রেস ক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ করিম উদ্দিন রেযভী, জেলা যুবদল নেতা খোরশেদুল আলম জিকু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার মাগফিরাত কামনা করেছেন।
বাখ//এস