০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক পৌর মেয়রের ফেসবুক পোস্টকে ঘিরে কুয়াকাটায় বিএনপির বিক্ষোভ মিছিল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার পৌর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক প্রমুখ।

পথসভায় বক্তব্যে তারা বলেন, সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার পৌর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগে কুরুচিপুর্ন মন্তব্য করেন। এতে পৌর বিএনপির নেতৃবৃন্দকে হেয় করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আরো বলেন, পৌর মেয়র আনোয়ার হাওলাদার একজন দূর্নীতিবাজ মেয়র ছিলেন। জমির দালালী সহ বিভিন্ন অপকর্মের হোতা। সাবেক এমপি মহিববুর রহমান মহিব এর একজন সহযোগী। তার সাথে মিলে বিভিন্ন অপকর্ম করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের নামে কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ মেয়র আনোয়ার হাওলাদারকে উদ্দেশ্য করে বলেন, আপনি ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য সরিয়ে ফেলে ক্ষমা চান। অন্যথায় আপনার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে।

উল্লেখ্যঃ গত ৯ ডিসেম্বর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ পৌর আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীকে আসামী করা হয়।

এই মামলাকে মিথ্যা ও হয়রানিমুলক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যরা অবহিত করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিল ও পথসভা করে কুয়াকাটা পৌর বিএনপি।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
৫৬ জন দেখেছেন

সাবেক পৌর মেয়রের ফেসবুক পোস্টকে ঘিরে কুয়াকাটায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার পৌর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক প্রমুখ।

পথসভায় বক্তব্যে তারা বলেন, সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার পৌর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগে কুরুচিপুর্ন মন্তব্য করেন। এতে পৌর বিএনপির নেতৃবৃন্দকে হেয় করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আরো বলেন, পৌর মেয়র আনোয়ার হাওলাদার একজন দূর্নীতিবাজ মেয়র ছিলেন। জমির দালালী সহ বিভিন্ন অপকর্মের হোতা। সাবেক এমপি মহিববুর রহমান মহিব এর একজন সহযোগী। তার সাথে মিলে বিভিন্ন অপকর্ম করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের নামে কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ মেয়র আনোয়ার হাওলাদারকে উদ্দেশ্য করে বলেন, আপনি ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য সরিয়ে ফেলে ক্ষমা চান। অন্যথায় আপনার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে।

উল্লেখ্যঃ গত ৯ ডিসেম্বর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ পৌর আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীকে আসামী করা হয়।

এই মামলাকে মিথ্যা ও হয়রানিমুলক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যরা অবহিত করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিল ও পথসভা করে কুয়াকাটা পৌর বিএনপি।

বাখ//এস