০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমা মাঠে বাচ্চু হত্যায় জড়িতদের বিচারের দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারি আমিনুল হক বাচ্চুর হত্যাকারিদের বিচারের দাবীতে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জুবায়ের অনুসারী নেতাকর্মীরা।

 

বুধবার বেলা দুইটার দিকে উলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে পৌরসদরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিলটি পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ থেকে বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হুছাইনী। এ সময় সমাবেশস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বিল্লাল হোসেন। সমাবেশে ইমাম-উলামা পরিষদের সহসভাপতি মাওলানা ইদ্রিস আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম ও তাওহিদী জনতা অংশ নেয়। এসময় উপস্থিত উলামায়ে কেরাম আমিনুল হক বাচ্চু হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনজন নিহত হন। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার আমিনুল হক বাচ্চু একজন। তিনি মাওলানা জুবায়ের অনুসারি ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে। তারা বাবার নাম মৃত উছমান আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

 

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
১২৩ জন দেখেছেন

ইজতেমা মাঠে বাচ্চু হত্যায় জড়িতদের বিচারের দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ

আপডেট : ০৫:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারি আমিনুল হক বাচ্চুর হত্যাকারিদের বিচারের দাবীতে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জুবায়ের অনুসারী নেতাকর্মীরা।

 

বুধবার বেলা দুইটার দিকে উলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে পৌরসদরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিলটি পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ থেকে বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হুছাইনী। এ সময় সমাবেশস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বিল্লাল হোসেন। সমাবেশে ইমাম-উলামা পরিষদের সহসভাপতি মাওলানা ইদ্রিস আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম ও তাওহিদী জনতা অংশ নেয়। এসময় উপস্থিত উলামায়ে কেরাম আমিনুল হক বাচ্চু হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনজন নিহত হন। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার আমিনুল হক বাচ্চু একজন। তিনি মাওলানা জুবায়ের অনুসারি ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে। তারা বাবার নাম মৃত উছমান আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

 

বাখ//এস