১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সুনামগঞ্জে ৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

পাচারকালে ৫ কেজি গাঁজাসহ পারভেজ মিয়া (২৯) নামে মাদক কারবারিকে আটক করেছে সুনামগঞ্জের ডিবি (জেলা গোয়েন্দা শাখা) পুলিশ। জেলা সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা তিনি।
ডিবি পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপনের নেতৃত্বে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় পারভেজকে। এসময় তার জিম্মায় থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা সদর মডেল থানায় মামলা দায়ের শেষে মাদক কারবারি পারভেজ’কর আদালতে সোপর্দ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে জেলা পুলিশের মিডিয়া সেল।
বাখ//এস