০৫:৩৮ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শীতার্তদের মাঝে গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করলেন উল্লাপাড়া ইউএনও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার গভীর রাতে ঘন কুয়াশায় তীব্র শীতের মধ্যে বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ প্রমুখ।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ সময় বাসটার্মিনাল, রেলস্টেশন ও পৌর শহরের অলিগলির বিভিন্ন রাস্তায় ঘুরে প্রায় চল্লিশ জনের মাঝে এ সমস্ত শীতবস্ত্র কন্বল বিতরণ ও তাদের খোঁজ খবর নেন।
বাখ//এস