০৪:২৮ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগরে পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মুনীরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে পুকুর থেকে এক কৃষি শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, লাশের সাথে থাকা আইডি কার্ড অনুসারে তার নাম ইজ্জত আলী। সে গাজিপুরের কাশিমপুর এলাকার সরুপাইতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানায়, ইজ্জত আলী বেশ কিছুদিন ধরে বেলতলী এলাকায় মৌসুমী ফসল আবাদে কৃষি শ্রমিক হিসাবে বিভিন্ন জমিতে দিন মজুরের কাজ করতো।
রাতে সে ওই এলাকার জাহাঙ্গীর শিকদারের ভবনের নীচ তলায় খোলা বারান্দায় ঘুমিয়ে ছিল। সকালে ভবনটির পাশের পুকুরের কিনারে তার লাশটি দেখে পুলিশে খবর দেয় তারা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।
ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
৮৮ জন দেখেছেন

শ্রীনগরে পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
শ্রীনগরে পুকুর থেকে এক কৃষি শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, লাশের সাথে থাকা আইডি কার্ড অনুসারে তার নাম ইজ্জত আলী। সে গাজিপুরের কাশিমপুর এলাকার সরুপাইতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানায়, ইজ্জত আলী বেশ কিছুদিন ধরে বেলতলী এলাকায় মৌসুমী ফসল আবাদে কৃষি শ্রমিক হিসাবে বিভিন্ন জমিতে দিন মজুরের কাজ করতো।
রাতে সে ওই এলাকার জাহাঙ্গীর শিকদারের ভবনের নীচ তলায় খোলা বারান্দায় ঘুমিয়ে ছিল। সকালে ভবনটির পাশের পুকুরের কিনারে তার লাশটি দেখে পুলিশে খবর দেয় তারা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।
ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাখ//এস