০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নাঙ্গলমোড়ায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত

২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে নাঙ্গলমোড়া আন্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির আহ্বায়ক আলহাজ্ব এইচ এম হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে ও নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির সিনিয়র যুগ্ন আহবায়ক বখতিয়ারুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব মুহাম্মদ ওয়াহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রিয়েলেন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোঃ রাশেদ। তিনি বলেন, আমি ফুটবলকে বেশি ভালোবাসি যখনই সময় পাই মাঠে নেমে পড়ি।
খেলাধুলা থাকলে স্বাস্থ্য মনন সব ঠিক থাকে। শহীদদের স্মরণে নাঙ্গলমোড়ায় এই আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে খেলার জন্য যে মাঠ আছে তা অনেক জায়গায় নেই। এই সুযোগটা কাজে লাগিয়ে প্র্যাকটিস করলে এবং ডিভিশন খেললে ছেলেদের স্পিকার বেড়ে যাবে। যারা ফাইনাল খেলছে এখানে আমি ভালো মানের ফুটবলার দেখতে পাচ্ছি তাদের শুধু প্রয়োজন প্র্যাকটিস আর সাপোর্ট। আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তবুও কখনো যদি খেলার জন্য সাপোর্ট প্রয়োজন হয় আমি আপনাদের পাশে থাকবো।
শহীদ আবু সাঈদ স্মৃতি একাদশ বনাম শহীদ ইয়ামিন স্মৃতি একাদশের মধ্যকার ফাইনালে ১-০ গোলে জয় লাভ করে শহীদ আবু সাঈদ একাদশ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ মেম্বার, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহসান হাবিব মাসুম, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহীদুল আলম মেম্বার, সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন, হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম সৌদি আরবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফোরকান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রহিম উদ্দিন রাজু প্রমূখ।
বাখ//এস