আগামিকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল

দেশের বৃহত্তম নূরানী পাঠ্যক্রমের শিক্ষাবোর্ড “নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ” এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের ২০২৪ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের “কেন্দ্রীয় সনদ পরীক্ষা” গত ০১-০৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একই তারিখে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এবার ১০,১৯৭ টি মাদরাসার মোট ৭,২৭,৭১৪ জন শিক্ষার্থী ৩,০৫৭ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
আগামিকাল ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রীস্টাব্দ বুধবার, সকাল ৭.০০ ঘটিকায় হাটহাজারী রেলস্টেশন রোডস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ফলাফল অনলাইন ও অফলাইনে একযোগে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বোর্ড এর চেয়ারম্যান আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতী জসিমুদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতী মুহাম্মদ আলী, সাংগঠনিক সচিব আল্লামা জমিরুদ্দীন সহ বোর্ডের পরিচালনা পর্ষদ, বোর্ডের প্রশিক্ষক-পরিদর্শক, কর্মকর্তা, জাতীয় ও আঞ্চলিক প্রিন্টমিডিয়া এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল বোর্ডের ওয়েব সাইট nooraniboardctg.com লগইন করলে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল দেখা যাবে।
বাখ//এস