কসবায় মোবাইলের জন্য এক জনকে খুনের ১০ দিন পর লাশ উদ্ধার : গ্রেফতার ১

কসবায় মাত্র চার হাজার টাকার মোবাইলের জন্য রাণিয়ারা গ্রামের আয়েত আলীর ছেলে মহসিন মিয়া (২৪) নামের ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে খুন করে লাশ পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে যায় রাসেল মিয়া (২৮) নামের এক ব্যক্তি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চট্ট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে।
তার তথ্যমতে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুন হওয়ার ১০দিন পর একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মহসীন মৃত্যুকালে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। একজনের বয়স ২ মাসের একটি ছেলে আর অপর মেয়েটার বয়স সাড়ে ৩ বছর। গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মন মিয়ার ছেলে। বর্তমানে থানা হাজতে রয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মহসিন মিয়ার কাছ থেকে রাসেল মিয়া ৫ হাজার টাকা দিয়ে একটি পুরাতন মোবাইল সেট ক্রয় করেন। মোবাইল কেনার জন্য তিনি চার হাজার টাকা অগ্রিম প্রদান করেন। কিন্তু মহসিন মোবাইল থেকে নাম্বারগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মোবাইলটি নিয়ে নেয়। কিন্তু মহসিন মোবাইলটি ফেরত দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। গত ১৬ ডিসেম্বর রাতে রাসেল মিয়া মহসিনকে তার বাড়ি থেকে ডেকে নেয়। এর পর থেকে আর বাড়িতে ফিরে আসেনি মহসিন। রাসেলকেও খুজে পাওয়া যায়নি।
পরদিন মহসিনের বাবা কসবা থানায় একটি সাধারণ ডাইরী করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার রাতে চট্টগ্রামের বাশখালী এলাকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ।
রাসেলের দেওয়া তথ্য মতে আজ বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবুল কালামের একটি পরিত্যক্ত বাড়ির টিনের ঘর থেকে অর্ধগলিত মহসিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কসবা থানার এসআই মোঃ সোহেল সিকদার বলেন, রাসেল মিয়া ওই মোবাইলের চার হাজার টাকার জন্য আরো কয়েকজনকে সাথে নিয়ে মহসিনকে খুন করে পরিত্যক্ত বাড়িটির টিনের ঘরে ফেলে পালিয়ে যায়। তার ভাষ্য ও তথ্যমতে ওই পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কসবা থানা ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান; খুন হওয়া মহসিন মিয়ার অর্ধগলিত লাশ পরিত্যক্ত অবস্থা একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মামলার প্রধান আসামী রাসেল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর স্বীকাররোক্তি মুলক পলাতক আসামী বিষ্ণপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র মোঃ রিপন মিয়া (২৭) কে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাখ//আর