কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়জনে উপজেলার লালুয়া ও ধুলাসার ইউনিয়ন পরিষদের হলরুমে আজ মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরী সাড়াদান ও পূণর্বাসন সহায়তা প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদে এ মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস, প্রধান অতিথি, মোঃ আছাদ উজ্জামান খান, সহকারী পরিচালক, সিপিপি, কলাপাড়া, বিশেষ অতিথি, মোঃ মজিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, লালুয়া ইউনিয়ন পরিষদ, সঞ্চালনা করেন মোঃ জামাল হোসেন, কারিতাস কলাপাড়া উপজেলা।
লালুয়া ৭৫ ও ধুলাসার ৭৫ সর্বোমোট ১৫০ জনকে ঘূর্ণিঝড় রিমাল ২০২৪ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীদের মাঝে জরুরী সারাদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের মাধ্যমে আট হাজার টাকা করে এক লক্ষ বিশহাজার টাকা জীবিকা সহায়তা প্রদান করা হয়।
বাখ//ইস