দিনাজপুরে বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘বুরো বাংলাদেশ’।
আজ ৩১ ডিসেম্বর সকালে জেলার সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে আড়াই শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন, সদর উপজেলার এলাকা ব্যবস্থাপক আপেল মাহমুদ, চিরিরবন্দর এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলজার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, ১৯৯০ সাল থেকে গণমানুষের সাথে কাজ করে আসছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ। আজকে সদর উপজেলার দুটি ইউনিয়নে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হল। পরবর্তীতে জেলার অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে শীত বস্ত্র বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, দিনাজপুরে শীতের তীব্রতা সবসময় বেশি হয়ে থাকে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে বুরো বাংলাদেশ কম্বল বিতরণ করছে। এটা অবশ্যই মহৎ উদ্যোগ। এ সময় নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান এই কর্মকর্তা।
পরে সদর উপজেলার ৯ নংআস্করপুর ইউনিয়নে আড়াই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
বাখ//ইস