০১:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাছ-মাংসের দাম কমেনি, স্বস্তি ফিরেছে রাজারহাটের সবজি বাজারে

আসাদুজ্জামান আসাদ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে স্বস্তি ফিরেছে সবজি বাজারে। মাসাধিক কাল ধরে উপজেলার হাট-বাজার গুলোতে শীতকালিন সবজির মূল্য ছিল আকাশচুম্বি। তবে গত এক সপ্তাহের ব্যবধানে সবজির মূল্য কমেছে কেজিতে ১৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত । বর্তমানে কাঁচা সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জনগনের হাতের নাগালে এসেছে শীতকালিন সবজি। তবে মূল্য কমেনি মাছ,মাংস, রসুন, গরম মসলা এবং সোয়াবিন তেলের।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে হাটবাজার গুলোতে ১০০ টাকা কেজির পেঁয়াজ ৫০ টাকা, ৯০ টাকা কেজির নতুন আলু ৪০টাকা, ৭৫ টাকার পুরাতন আলু ৩৫ টাকা, ৪০ টাকার বেগুন ১০ টাকা, ৮০ টাকার সিম ৪০ টাকা, ১০০ টাকা কেজির ছোট করলা ৬০ টাকা, ৪০ টাকা কেজির মূলা ১০ টাকা, ৫০ টাকা কেজির ফুলকপি ১০ টাকা, ৪০ টাকা কেজির বাঁধাকপি ১০ টাকা, ১০০ টাকা কেজির ধনে পাতা ৪০ টাকা, ৬০টাকার ছোট শসা ৪০ টাকা, ১২০ টাকার কাঁচা মরিচ ৪০ টাকা, ২২০ টাকার আদা ১২০ টাকা, ৫০ টাকা কেজির পেপে ৩০ টাকা কেজি দরে বিক্রি চলছে। এছাড়া গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২৫ টাকা, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা এবং টমেটো ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি চলছে।

এদিকে সয়াবিন তেলের মূল্য বাড়িয়ে বোতলজাত সয়াবিন ২০০ টাকা ও খোলা সোয়াবিন তেল ১৬৫ টাকা লিটারে বিক্রি চলছে। গরুর মাংস পূর্বের ন্যায় কেজি ৬৫০ টাকা, দেশি মোরগ ৪৮০ টাকা,পাকিস্থানী মোরগ ৩২০ টাকা, ব্রয়লার ২২০ টাকা, রুই মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা,পাঙ্গাস মাছ ২০০ টাকা, কার্প জাতীয় মাছ ২০০ টাকা, দেশি রসুন ২২০ টাকা এবং গরম মসলা পূর্ব নির্ধারিত মূল্যে কেনাবেচা চলছে।

তবে সবজির মূল্য হাতের নাগালে আসায় খুশি নিম্ন ও মধ্য আয়ের মানুষ। উপজেলার তালুক আষাঢ়ু গ্রামের দিনমজুর ও রাজারহাট বাজারের সবজি ক্রেতা এনামুল হক বলেন, মাছ-মাংসের দাম বেশি থাক আপত্তি নাই, হ্যামরা তো আর মাছ মাংস খাবার পাইনা। কিন্তু কাঁচা তরকারির দামটা যাতে আর না বাড়ায় এইটা দেখপেন।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোফাকখারুল ইসলাম মাসুম বলেন, কেউ যেন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় এই সব কাঁচা সবজির মূল্য নিজেদের খেয়াল খুশি মতো আর বাড়াতে না পারে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোড়দার করতে উচিত।

উপজেলার ছিনাই ইউনিয়নের সবজি চাষী খলিলুর রহমান বলেন, বর্তমানে যে মূল্যে সবজি কেনাবেচা চলছে এতেও আমাদের পোষাবে, তবে সবজির মূল্য আরও নিম্নগামী হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে।

রাজারহাট বাজারের ইজারাদার ইয়াসিন আলী বলেন, গত কয়েক মাসের তুলনায় বর্তমানে কাঁচা সবজির মূল্য গড়ে প্রায় অর্ধেক কমে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বাখ//ইস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১০৪ জন দেখেছেন

মাছ-মাংসের দাম কমেনি, স্বস্তি ফিরেছে রাজারহাটের সবজি বাজারে

আপডেট : ০৩:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের রাজারহাটে স্বস্তি ফিরেছে সবজি বাজারে। মাসাধিক কাল ধরে উপজেলার হাট-বাজার গুলোতে শীতকালিন সবজির মূল্য ছিল আকাশচুম্বি। তবে গত এক সপ্তাহের ব্যবধানে সবজির মূল্য কমেছে কেজিতে ১৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত । বর্তমানে কাঁচা সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় জনগনের হাতের নাগালে এসেছে শীতকালিন সবজি। তবে মূল্য কমেনি মাছ,মাংস, রসুন, গরম মসলা এবং সোয়াবিন তেলের।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে হাটবাজার গুলোতে ১০০ টাকা কেজির পেঁয়াজ ৫০ টাকা, ৯০ টাকা কেজির নতুন আলু ৪০টাকা, ৭৫ টাকার পুরাতন আলু ৩৫ টাকা, ৪০ টাকার বেগুন ১০ টাকা, ৮০ টাকার সিম ৪০ টাকা, ১০০ টাকা কেজির ছোট করলা ৬০ টাকা, ৪০ টাকা কেজির মূলা ১০ টাকা, ৫০ টাকা কেজির ফুলকপি ১০ টাকা, ৪০ টাকা কেজির বাঁধাকপি ১০ টাকা, ১০০ টাকা কেজির ধনে পাতা ৪০ টাকা, ৬০টাকার ছোট শসা ৪০ টাকা, ১২০ টাকার কাঁচা মরিচ ৪০ টাকা, ২২০ টাকার আদা ১২০ টাকা, ৫০ টাকা কেজির পেপে ৩০ টাকা কেজি দরে বিক্রি চলছে। এছাড়া গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২৫ টাকা, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা এবং টমেটো ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি চলছে।

এদিকে সয়াবিন তেলের মূল্য বাড়িয়ে বোতলজাত সয়াবিন ২০০ টাকা ও খোলা সোয়াবিন তেল ১৬৫ টাকা লিটারে বিক্রি চলছে। গরুর মাংস পূর্বের ন্যায় কেজি ৬৫০ টাকা, দেশি মোরগ ৪৮০ টাকা,পাকিস্থানী মোরগ ৩২০ টাকা, ব্রয়লার ২২০ টাকা, রুই মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা,পাঙ্গাস মাছ ২০০ টাকা, কার্প জাতীয় মাছ ২০০ টাকা, দেশি রসুন ২২০ টাকা এবং গরম মসলা পূর্ব নির্ধারিত মূল্যে কেনাবেচা চলছে।

তবে সবজির মূল্য হাতের নাগালে আসায় খুশি নিম্ন ও মধ্য আয়ের মানুষ। উপজেলার তালুক আষাঢ়ু গ্রামের দিনমজুর ও রাজারহাট বাজারের সবজি ক্রেতা এনামুল হক বলেন, মাছ-মাংসের দাম বেশি থাক আপত্তি নাই, হ্যামরা তো আর মাছ মাংস খাবার পাইনা। কিন্তু কাঁচা তরকারির দামটা যাতে আর না বাড়ায় এইটা দেখপেন।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোফাকখারুল ইসলাম মাসুম বলেন, কেউ যেন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় এই সব কাঁচা সবজির মূল্য নিজেদের খেয়াল খুশি মতো আর বাড়াতে না পারে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোড়দার করতে উচিত।

উপজেলার ছিনাই ইউনিয়নের সবজি চাষী খলিলুর রহমান বলেন, বর্তমানে যে মূল্যে সবজি কেনাবেচা চলছে এতেও আমাদের পোষাবে, তবে সবজির মূল্য আরও নিম্নগামী হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে।

রাজারহাট বাজারের ইজারাদার ইয়াসিন আলী বলেন, গত কয়েক মাসের তুলনায় বর্তমানে কাঁচা সবজির মূল্য গড়ে প্রায় অর্ধেক কমে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বাখ//ইস