সভাপতি মাজহারুল, সম্পাদক মনিরুজ্জামান- শাহরাস্তিতে চিতোষী পূর্ব ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন

শাহরাস্তিতে চিতোষী পূর্ব ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। (৩১ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খামপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারি কমিশনারের দায়িত্ব পালন করেন দোফল্লা উঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, লোটরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, খিলা বাজার সপ্রাবির সহকারী শিক্ষক বিমল চন্দ্র পাল, কলসি সপ্রাবি’র সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, নাওড়া, সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ রবিউল হোসেন, উল্লাশ্বর সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান প্রমুখ।
উক্ত নির্বাচনে চিতোষী পূর্ব ইউনিয়নের ১০ টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। সর্বসম্মতি ক্রমে ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামকে সভাপতি ও পানচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বাখ//ইস