০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীর উপর হামলা

পাবনার ঈশ্বরদীতে থার্টি ফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীর উপরে হামলা করেছে প্রতিপক্ষ ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদী পূর্বটেংরী তছেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন, পৌরসভার পূর্ব নূরমহল্লা এলাকার আসলাম আলী সরদারের ছেলে শাকিব (২২) এবং তছেরপাড়া এলাকার জুলমত সরদারের ছেলে মারুফ (১৯)।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা শাওন বলেন, গতকালকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে লতিফ হাজির বাড়ির সামনে আমরা একটি পিকনিকের আয়োজন করি। গভীর রাতে রাফি সহ ২ জন মোটরসাইকেল যোগে এসে বলে এখানে কারা? তখন আমরা আমাদের পরিচয় বলি। ওরা মধ্যপান করা অবস্থায় অনেক গালাগালি করে চলে যায়। পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা ঘটনাটি জানায়। তারা বলে ঠিকআছে সকালে বিষয়টা নিয়ে বসবো।
সকালে আমরা ছাত্রদলের প্রোগ্রাম শেষ করে ঈশ্বরদী ঈদগাহর কাছে বসে ছিলাম ইতিমধ্যেই রিফাত এসে আলামিন নামে আমাদের বন্ধুকে চাকু বের করে তার বুকে ধরে বলে শালা তোকে ঢুকায় দেবো। পরে রিফাতের হাত থেকে আমরা চাকু কেড়ে নিয়ে দুজনকে দুই দিকে সরিয়ে দিই। রিফাত গিয়ে ওর দলবল নিয়ে দেশীয় রামদা চাপাটি সহকারে আমাদের উপরে অতর্কিত হামলা শুরু করে পরবর্তীতে আমাদের ছাত্রদলের এক কর্মী আহত হন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, মারামারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিবেশ শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাখ//এস