০৭:৪১ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

ইংরেজী বছরের প্রথম দিন সকালেই গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। জেলা দুর্নীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে দুর্নীতিদমন কমিশনের একটি দল জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) রাস্তা ও ৩টি খালের উপর তিনটি ব্রিজ নির্মান কাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে।
ঠিকাদার তিনটি ব্রিজ নির্মান করলেও সংযোগ সড়ক নির্মান না করায় বিগত ৯ বছর ধরে জনগণকে ভোগান্তি পোহাতে হয়। সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে পারাপারের সময় পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।
বাখ//এস