০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার বিজড়া ইউনিয়নের চকের হাট এলাকায়”ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে ফেলায় চল” এমন স্লোগানে মধ্য বল্লভপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আ ন ম বজলুর রশিদ কালু।
এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যুব সমাজকে নেশায় আসক্ত করে ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি স্থানীয় পর্যায়ের নেতা মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যুবসমাজকে রক্ষা করতে হবে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা চরমভাবে নির্যাতিত হয়েছে।
অনেকে বছরের পর বছর পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে জংলি জীবন যাপন করেছে। হাজারো মামলার বেড়াজালে ফাঁসানো হয়েছে নেতাকর্মীদের। ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি। এখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছি। নেতাকর্মীদের মাঝে প্রাণ সঞ্চার হয়েছে। আমরা সংস্কার ও নির্বাচনী কার্যক্রম সমান্তরাল ভাবে দেখতে চাই। যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই দেশে স্বাভাবিক পরিস্থিতি আসার সুযোগ তৈরি হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল সোনাহার প্রমুখ। পরে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাখ//এস
Tag :
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে প্রতিবাদ র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত