ডিমলায় অবসর জনিত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নীলফামারীর ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে ‘বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আজিজুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী-২৫ ইং বেলা ১২ টায় “বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়” এর মাঠে উক্ত বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজালুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) মাসুদ করিম, এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম সাজ্জাদুজ্জামান, ফিরোজুল ইসলাম, ওমর ফারুক, নূরে আলহাজ্ব হাবীব। অনুষ্ঠানটিতে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে শিক্ষকতা করেছেন। আমি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর যা জেনেছি তা হলো, উনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নত হয়েছে। গুনগত মানের শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে হৃদয়ের কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করবো।
অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলামের তাঁর অতিত জীবনের বক্তব্য দিতে গিয়ে কান্নাই ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে তার জন্য দোয়া আশীর্বাদ চেয়েছেন তিনি। পরে বিদায়ী শিক্ষকের হাতে ফুলের তোরা ও পুরস্কার তুলেদেন অতিথিরা।
বাখ//আর