ডিমলায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (১লা জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আতিক এর নেতৃত্বে, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখার আহবায়ক লেমন, সেলিম ইসলাম সাগরসহ উপজেলার ছাত্রদলের নেতাকর্মী উপস্থিতিতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
কেক কাটেন এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করে।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। দলীয় কার্যালয় পরেই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক জিয়ার কিছু দিকনির্দেশনা মূলক দলীয় বক্তব্য রাখেন।
বাখ//ইস