দিনাজপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের মালদহ পট্টি এলাকায় জেলা ছাত্রদলের অফিস থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল রহমান রেজা ও সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন,জেলা বিএনপি দপ্তর সম্পাদক বাবু চৌধুরী সহ ছাত্রদল ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য যে ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর শহীদ জিয়া বাস্তবতা বিবেচনায় একটি শক্তিশালী ছাত্র সংগঠনকে অপরিহার্য মনে করেন। এরই ফলশ্রুতিতে ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠিত হয়।
বাখ//আর