দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইংরেজী নববর্ষ-২০২৫ পালিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতর আয়োজনে ইংরেজী নববর্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নৈশ ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর-২০২৪ মঙ্গলবার রাতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দের আয়োজনে ইংরেজী নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক ডেপুটি এ্যাটর্নী জেনারেল সিনিয়র এ্যাডভোকেট এ.এইচ.এম. মুশফিকুর রহমান (তুহিন)।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মোল্লা মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ.ন.ম হাবিবুল্লাহ, পিপি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত জিপি এ্যাডঃ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাডঃ আবু রুশদ্ হাবিব, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ রফিকুল আমিন এ্যাডঃ সরোজ গোপাল, এ্যাডঃ অক্ষয় কুমার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মাহফুজুর রহমান খাঁন বিপুল। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাখ//এস